মাে: আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরশহরের পশ্চিম গরিপাড়া গ্রাম থেকে শ্রী সুমি ঝিলিক (১২) বাড়ি থেকে নিখােঁজ হয়। অনেক খােজাখুজি করে তার পিতা মাতা কােথাও তার সন্ধান পাননি। গত ১৯শ এপ্রিল ফুলবাড়ী উপজেলার পৌরশহরের পশ্চিম গরিপাড়া গ্রামের মৃত আকবর আলীর পুত্র মাে: আক্কাস আলীর পার্বতীপুর উপজেলার হাবড়া চন্ডিপুর গােয়ালপাড়া গ্রামের শ্রী জগদীস এর পুত্র শ্রী ঠাকুরদাস দীর্ঘ ৫ বৎসর ধরে ভাড়াটিয়া বাড়িতে বসবাস করছেন। তার মেয়ে শ্রী সুমি ঝিলিক বাড়ি থেকে সকালে বের হলে আর ফিরে আসেনি। তার পরনে থ্রি কােয়ার্টার গােলাপি রঙের জামা ছিল। কােন সহৃদয় ব্যক্তি যদি মেয়েটির খােজ পেয়ে থাকেন তাহলে ০১৭৫৬২৬৭৩৪৬ এই নাম্বার যােগাযাগ করার জন্য অনুরাধ করা হচ্ছে।