দু’বছর পর নিজবাড়ী যাচ্ছে ফেনী নদীতে আটকে থাকা ভারসাম্যহীন শাহানাজ

মোশারফ হোসেন,
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আইসিআরসি এর রেস্টোরিং ফ্যামিলি লিংকস (আরএমএল) সহযোগীতায় অবশেষে নিজ পরিবারের সদস্যদের কাছে ফিরে যাচ্ছে রামগড়-সাবরুম সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে অবস্থানরত সেই মানসিক ভারসাম্যহীন শাহনাজ পারভীন। ২ মার্চ এর পর হতে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি নিয়ে সংবাদ প্রচার হলে আইসিআরসি ও বিডিআরসিএসের নজরে আসে।

বিজিবি-আইসিআরসি ও বিডিআরসিএস যৌথভাবে কাজ করে নারীর নাম পরিচয় জানতে পারে,প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা শাহানাজ পারভিনের বড় ভাই ওমর আলী, ছোট ভাই সাহেব আলী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিক আলী মণ্ডল, উলিপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুল কাদেরের সঙ্গে কথা বলে তাকে শনাক্ত করেন। পরিবার জানায়, প্রায় দুই বছর ধরে তিনি নিখোঁজ আছেন। নাম-পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে নোম্যানস-ল্যান্ড থেকে সরিয়ে বাংলাদেশ অংশে আনা হয় এবং তা ভারতীয় সীমান্ত বাহিনীকে জানানো হয়।
আজ বিকাল সাড়ে চারটায় শাহনাজ পারভীন কে যুবরেড ক্রিসেন্ট রামগড় শাখা, বিজিবি ও পুলিশের সহযোগিতায় সিমান্তের অস্থায়ী তাবু ঘর থেকে এনে আইসিআরসি প্রতিনিধিদলের কাছে হস্তান্তর করে,।

এ সময় উপস্থিত ছিল বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি শাখার চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিজিবি র গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল জি এস এম সেলিম হাসান, রামগড় ৪৩বিজিবি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম, রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কারবারি রেডক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি জেলা শাখার ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিমউদদীন প্রমুখ।

উল্লেখ্য তাকে নিয়ে আরএমএল টিম আজ রাতে রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের রেস্ট হাউজে অবস্থান করবে। আগামিকাল ৫ মে সকালে তাদের নিজেশ্ব অ্যাম্বুলেন্সে করে শাহনাজ পারভিন কে কুড়িগ্রামের উলিপুর উপজেলাস্থ তার বাবার বাড়িতে পরিবারের সদস্যদের কাছে পৌঁছিয়ে দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *