পার্বতীপুরের ইসবপুর গ্রামে পারিবারিক কলহের জের : প্রতিপক্ষকের উপর হামলা

 

 

মাে. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামে পারিবারিক কলহে প্রতিপক্ষরা মাে. সেরাজুল ইসলাম(৩৫)নাম এক ব্যাক্তিকে পিটিয়ে   মারাত্বক ভাবে আহত করে। ঘটনার বিবরন জানাযায়, গত ৩রা এপ্রিল সকাল সাড় ৮টায় ৯নং হামিদপুর ইউনিয়নের ইসবপুর ধােপের বাজার গ্রামের মাে. মােসলেম উদ্দিন মাস্টার,তার পুত্র মাে. আল আমিন,মাে. আল মামুন, মাে. মঞ্জুরুল, মাে. ওবাইদুল ও মাে. ওয়াহদুলসহ অন্যান্যরা দলবদ্ধ হয়ে লাঠিশােঠা নিয়ে তার বাড়িতে ঢুকে বেদমভাবে মারপিট করে মারাক্তক ভাবে তাকে আহত করে। আহত অবস্থায় ঐ দিন স্থানীয় লােকজন তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে তার মাথায় আঘাত পাওয়ায় অবস্থা গুরুতর। এ ব্যাপারে মাে. সেরাজুল ইসলাম সুস্থ হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা করবেন বলে জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *