মো. আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের ফুলবাড়ীতে বাসার মার্কেটে ঢাকা বিরিয়ানী হাউজ এন্ড মামা হালিম এর শুভ উদ্ভোধন । ৫ এপ্রিল সকাল ১১টায় ফিতা কেটে ঢাকা বিরিয়ানী হাউজের শুভ উদ্ভোধন করেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. খুরশিদ আলম মতি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মঞ্জুরুল কাদির,খয়েরবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মো. মোজাফ্ফর চৌধুরী,বাসার মার্কেটের সত্বাধিকারী ও সাবেক পৌর কাউন্সিলর মো. আবুল বাসার, সাবেক পৌর কাউন্সিলর আবু ফরহাদ বাচু, বিশিষ্ঠ সমাজ সেবক মাে. শাহাজুল ইসলাম, ব্যাবসায়ী মাে. আসলাম সরকার, ঠিকাদার মাে. সাইদুর রহমান, হাট ইজারাদার ও বিশিষ্ঠ ঠিকাদার মাে. আবুল হাসান, ঠিকাদার মাে. মানিক মন্ডল, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মাে আফজাল হােসেন, ঢাকা বিরিয়ানী হাউজ এন্ড মামা হালিম এর সত্তাধিকারী মাে. ফারুক হােসেন। উদ্ভোধনী শেষে দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল শেষে মোনাজাত করেন ফুলবাড়ী নিমতলা জামে মসজিদের ঈমাম মাওলানা ইমদাদুল হক। উদ্ভোধনী অনুষ্ঠানে ফুলবাড়ী শহরের ব্যবসায়ী ,সুধিজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।