মোঃ আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের খনিজ শিল্পঞ্চল এলাকায় অবস্থিত মধ্যপাড়া কলেজটি শুধু মাত্র একাডেমিক স্বীকৃতিক সম্বল করে দীর্ঘ ১৮ বছর ধরে এমপিও ভুক্তির জন্য অপেক্ষার প্রহর গুনছে কলেজের শিক্ষক কর্মচারী সহ ২৫ জন স্টাফ। কলেজ স্টাফের সকলেই ১৮ বছর ধরে বেতন ভাতা ছাড়াই মানবেতর জীবন যাপন করছে। ১৯৯৯ইং সালে পার্বতীপুর উপজেলার ১০নং হরিরামপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকায় মধ্যপাড়া কঠিন শিলা খনি প্রকল্প সংলগ্ন কাল নদীর পাড়ে রংপুর-ফুলবাড়ি মহাসড়কের পার্শ্বে মনোরম পরিবেশে কলেজটি প্রতিষ্ঠায় এগিয়ে আসেন কয়েকজন শিক্ষানুরাগি মরহুম আলহাজ্ব আব্দুস সামাদ মন্ডল ও আলহাজ্ব আব্দুল মজিদ গং। মধ্যপাড়া কলেজের অনুকুল ২একর ৪২ শতক জমি দান করে প্রাথমিক কার্যক্রম শুরু করে পরবর্তীতে এলাকাবাসী এবং শিক্ষক কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রতিষ্ঠানটি স্ব-গৌরবে শিক্ষা বিস্তারে এগিয়ে চলে। ০১/০৭/২০০২ইং সালে পাঠ দানের অনুমতি মিলেছে এবং কলেজটির স্বীকৃতি মিলেছে ০১/০৭/২০০৬ইং সালে। কলেজের ২৫জন স্টাফ স্বেচ্ছা শ্রমের মাধ্যমে অদ্যবধী কার্যক্রম চালিয়ে আসলেও নেই তাদের বেতন ভাতার ব্যবস্থা। অধ্যক্ষ ওবায়দুর রহমান এই প্রতিবেদককে জানায় পাঠ দানের অনুমতি ও স্বীকৃতিকে সম্বল করে আমরা আশাবাদি হয়ে প্রতিক্ষার প্রহর গুনছি এমপিও ভুক্তির। কিন্ত বিভিন্ন প্রক্রিয়াগত জটিলতার নিরসন হওয়ার পরও দীর্ঘ ১৮ বছর থেকে বেতন ভাতা প্রাপ্তির সুযোগ থেকে বঞ্চিত থাকার কারণে আর্থিক দন্যতার নির্মম কষাঘাতে আমাদেরকে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। ২০০৪ সাল হতে এই কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দানের অনুমতি পাওয়ার পর হতে পরীক্ষার রেজাল্ট অত্যান্ত সন্তোষ জনক। ¯স্থানীয় সংসদ সদস্য প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রী কলেজটিকে অগ্রাধিকার ভিত্তিতে এমপিও ভুক্তির প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তা আজো বাস্তবায়িত হয়নি। এলাকার শিক্ষানুরাগী প্রধান শিক্ষক খন্দকার হাবিবুর রহমান আক্ষেপ করে বলেন, কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি পর্যায়ক্রমে ক্ষমতাসীন দলের নেতারা থাকার পরও মাননীয় মন্ত্রী এলাকার কলেজ এমপিও ভুক্ত না হওয়া অত্যান্ত লজ্জাকর ও দুঃখ জনক। মধ্যপাড়া কলেজ হত নূন্যতম ১০ কিঃ মিঃ এর মধ্যে অন্যকােন কলেজ না থাকায় এই কলজর শিক্ষার্থী সংখ্যা ব্যপক। প্রবীন শিক্ষক আবেদ আলী বলেন, দল মত নির্বিশেষে এলাকার স্বার্থ সম^িত ভাবে কলেজটিক এমপিও ভুক্তির জন্য প্রয়ােজন গণ আন্দোলন প্রয়ােজন। মধ্যপাড়া বিশিষ্ট ব্যবসায়ী নুরনবী মন্ডল সহ সচেতন মহলের জাের দাবি শিক্ষার অনুকুলে পরিবেশ তৈরীতে সহায়ক মধ্যপাড়া কলেজকে দ্রুত এমপিও ভুক্তি করা হােক।