মাে. আফজাল হােসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাটপাড়া ও সাঠাপির নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তােলন বন্ধ হচ্ছে না। কতৃপক্ষকে অভিযােগ করার পরও অবৈধ্য ভাবে বালু উত্তােলন চলছে। ঘটনার বিবরনে জানাযায়, দিনাজপুরের বিরামপুর উপজেলার টাটকপুর বলডাঙ্গা গ্রামের মাে. আমিনুল ও মােল্লাপাড়া গ্রামের মাে মােজাফ্ফর রহমানের পুত্র মাে. আনিছুর রহমান অবৈধ ভাবে ছােট্ট যমুনা, সাঠাপির থেকে অবৈধ্ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছে। অপরদিকে বিরামপুরের ঘাটপাড়া এলাকার ব্রীজ সংলগ্ন এলাকায় বহিরাগত মাে. মনিরুল ইসলামকে দিয়ে একই ভাবে বালু তুলছে।
এতে ঐ এলাকার ব্রীজটি হুমকির মুখে পড়বে। অবৈধ বালু উত্তােলন কারীদের বিরুদ্ধে অভিযােগ করেও বালু উত্তােলন বন্ধ হচ্ছেনা। গত ৩রা এপ্রিল বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার এর সাথে মুঠােফোনে কথা বললে তিনি জানান, ভুমি অফিসারকে বিষয়টি জানান। এ দিকে বিরামপুর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) দেবাংশূ কুমার সিংহ এর সাথে মুঠােফোনে কথা বললে তিনি জানান, ব্যাবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বালু উত্তােলন এখন পর্যন্ত বন্ধ হয়নি।