ফেনী প্রতিনিধি :
জেলা প্রশাসকের ফেইসবুক গ্রুপ “ফেনী সিটিজেনস ভয়েস”এ বুধবার সাংবাদিক সৈয়দ মনির অাহমদ ফেনীর মহিপাল সড়কের পাশে ময়লা অাবর্জনার স্তুপের একটি ছবি প্রকাশ করেন।
তাৎক্ষনিক ফেনী জেলা প্রশাসক অামিন উল অাহসান এর নজরে অাসলে তিনি পৌরসভাকে বর্জ অপসারনের নির্দেশ দেন। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের নির্দেশমত পৌরসভা ফেনীর মহিপালের ময়লার স্তূপ পরিষ্কার করেন।
ফেনীর সর্বস্তরের মানুষের অাশা, সিটিজেন’স ভয়েসের মাধ্যমে সমস্যা গুলো চিহ্নিত করে জেলা প্রশাসনের নাগরিক সেবা নিশ্চিত হবে।