জাহিদ হাসান জিহাদঃ গাজীপুরে সড়ক দূর্ঘটনায় দৈনিক যুগান্তরের গাজীপুর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম আহত হয়েছেন। বুধবার মধ্যরাতে গাজীপুর সিটি করপোরেশনের ঢাকা-বাইপাস সড়কের ভোগড়া মোড় এলাকায় দুর্ঘটনায় শিকার হন তিনি। সাংবাদিক আমিনুল জানান, পোশাগত দায়িত্ব পালন শেষে বুধবার রাতে জেলা শহর থেকে সিএনজি অটোরিকশাযোগে ভোগড়ার বাসায় ফিরছিলেন। পথে রাত পৌণে ১২টার দিকে ভোগড়া বাইপাস মোড় এলাকায়্ তাকে বহনকারী অটোরিকশাটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসের পেছুনে ধাক্কা দেয়। এতে তার মাথায় জখম হয়। পরে আশাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় সেবা হাসপাতালে পাঠায়। তার মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন