জাহিদ হাসান জিহাদঃ গাজীপুরের কালিয়াকৈর থেকে মাটিচাপা দেয়া অবস্থায় অজ্ঞাত এক তরুণীর (২১) লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার ভাতারিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এলাকাবাসি ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ভাতারিয়া এলাকার একটি ভরাট করা জমিতে মানুষের হাত দেখতে পেয়ে এলাকাবাসি থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে দুপুর সাড়ে ১২টার দিকে প্রায় দুই ফুট নীচ থেকে মাটি চাপা দেয়া অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে। কালিয়াকৈর থানার এসআই মো: আবুল বাশার জানান, ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের মুখমন্ডল বিকৃত হয়ে গেছে এবং হাত-পায়ে পচন ধরেছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগে তাকে হত্যার পর মাটি চাপা দেয়া হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে