ফেনী :
আজ শুক্রবার দুপুরে ফেনীর ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজারে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে আটক করেছে ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক মিজানুর রহমান শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোজাম্মেল হকের নেতৃত্বে ওই এলাকায় অভিযানে চালিয়ে ২হাজার ১৫০ পিস ইয়াবাসহ জসিম উদ্দীন নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়।
তিনি আরো জানান, উপপরিদর্শক গোপাল কৃষ্ণ দাশ বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
বাংলারদর্পণ