ফেনী প্রতিনিধি :
২১ অক্টোবর ২০১৮, বিকাল ৩টায় জেলা প্রশাসকের সভা কক্ষে ইফসা ও এফএইচডিএফ”র আয়োজনে তামাক নিয়ন্ত্রন আইন ২০০৫ বাস্তবায়ন শীর্ষক ওরিয়েন্টেশন ‘ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, তামাক নিয়ন্ত্রনে সচেতনতামুলক প্রচার প্রচারনা বৃদ্ধি করতে হবে এবং কর্তৃত্বপ্রাপ্ত ব্যাক্তিগণ নিয়মিত ভ্রাম্যমান অভিযান পারিচালনা করতে হবে।
সিভিল সার্জন ডাঃ হাসান শাহরিয়ার কবির এর সভাপতিত্বে ও এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায়,বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিকেএম এনামুল করিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন, সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার সোহেল পারভেজ। বাংলাভিশন প্রতিনিধি রফিকুল ইসলাম, যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, ৭১টিভি প্রতিনিধি ও রিপোর্টার্স ইউনিটি সভাপতি জহিরুল হক মিলু, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ও সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির আহমদ, দৈনিক ভোরের সময় প্রতিনিধি কাজী নোমান প্রমুখ।
সভার শুরুতে তামাকের ক্ষতিকর বিষয় ও করনীয় বিষয়ে তথ্যচিত্র প্রদর্শন করেন ইফসার মাদক নিয়ন্ত্রন বিষয়ক পরিচালক হাসিনা ভানু ও ওমর শাহেদ ।