কবিরহাট :
নোয়াখালীর সদর উপজেলার মাইজদীতে গোপন বৈঠকের সময় জামায়াতের ৪৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ মে) দুপুর সাড়ে ১২টায় শহরের আল ফারুক একাডেমির দোতলার একটি কক্ষ থেকে সুধারাম থানা পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ধর্মীয় উগ্রতা সৃষ্টিকারী বিভিন্ন ধরনের বই জব্দ করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান ও সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম অভিযান চালিয়ে আল ফারুক একাডেমিতে থেকে জামায়াতের ৪৫ নেতাকর্মীকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।