মোশারফ হোসেন , রামগড়, খাগড়াছড়ি:
খাগড়াছড়ির রামগড় পৌরসভার কালাডেবা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মোল্লা হোটেলের মালিক দেলোয়ার হোসেনকে আজ ১৪ ডিসেম্বর সকালে আর্থিক অনুদান প্রদান করে রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল। এছাড়া উপস্থিত জনগণ সহ ক্ষতিগ্রস্ত দেলোয়ার হোসেনকে সমবেদনা জ্ঞাপন করেন মেয়র কামাল।
উল্লেখ্য . গত রাত ১১ টায় অগ্নিকাণ্ডে দেলোয়ার হোসেনের হোটেলটি সম্পূর্ণ পুড়ে যায়, ফায়ার সার্ভিসর স্টেশন কর্মকর্তা ইফতেখার উদ্দিন জানায় মসজিদের মাইক থেকে ঘোষনা দিলে এলাকাবাসী ছুটে এসে চেষ্টা করে এর মধ্যে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, পাশ্বে পুকুর থাকাতে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনতে সুবিধা হয়েছে।
হোটেলের মালিক দেলোয়ার হোসেন জানায় ধার-দেনা করে আমি এই দোকানটি দাঁড় করিয়েছি, দোকানে দুইটি ফ্রিজ সহ প্রায় দুই লক্ষ টাকার আসবাবপত্র ও মালামাল ছিল আমি কিছু বের করতে পারি নাই সব পুড়ে গেছে।