সোনাগাজী পৌরসভায় নিয়োগ : লিখিত পরীক্ষা অনুৃষ্ঠিত

 

 

ফেনী প্রতিনিধি : ফেনীর  সোনাগাজী পৌরসভায়  ৯টি শুন্য পদে  নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৩শতাধিক অাবেদন জমা করেন। যাচাই বাছাইয়ের মাধ্যমে ১২৬ টি অাবেদন গৃহিত হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার সকাল ১০টায় এনায়েত উল্যাহ মহিলা কলেজে  লিখিত পরীক্ষা অনুৃষ্ঠিত হয়।

পরীক্ষা নিয়ন্ত্রকের দায়ীত্ব পালন করেন পৌর সচিব অাবদুল কাদের।  হল  পরিদর্শণ করেন পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, প্যানেল মেয়র শেখ কলিম উল্যাহ রয়েল, কাউন্সিলর শেখ অাবদুল হালিম মামুন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক অাবুল হোসেন রিপন,  জেলা মফস্বল সাংবাদিক ফোরামের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ মনির অাহমদ, নয়াপয়গাম প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *