তৃনমূলে নারীর সমস্যা ও সমাধানে গোল টেবিল আলোচনা | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

‘নারীর জয়ে সবার জয়’ এ শ্লোগানকে সামনে রেখে তৃণমূলে নারীর সংকট, নারীর সম্ভাবনা, নারীর প্রতি ভিন্নদৃষ্টি, নারীদের পিছিয়ে থাকা, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে নারীর অবক্ষয় ও নারীর সামগ্রিক সঙ্কট তুলে ধরে স্থানীয় সমস্যা ও তার সমাধানে ফেনীর সোনাগাজীতে গোল টেবিল আলোচনা সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে সোনাগাজী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত গোল টেবিল আলোচনা সভায় অনুষ্ঠানের আয়োজক ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী।

 

ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান লায়লা জেসমিন বড়মনির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভানেত্রী আঞ্জুমান আরা গিয়াস খুকু, সোনাগাজী উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোদেজা খানম শাহীন, পাঁচগাছিয়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার শিরিন সুলতানা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রিজিওনাল কো-অর্ডিনেটর আবুল বাশার, কর্মশালার কো-অডিনেটর রাজিব সারোয়ার।

ইউএসএআডি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, শান্তিতে বিজয় ও নারীর জয় সবার জয়’র সহযোগীতায় এ গোল টেবিল আলোচনায় অংশগ্রহনকারী হিসেবে বক্তব্য রাখেন ইনডিপেনডেন্ট টিভির ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম,দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির আহমদ, , ডেইলী সান ফেনী প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, দৈনিক আমাদের নতুন সময়ের ফেনী প্রতিনিধি এম.এমরান পাটোয়ারী, দৈনিক সমকাল প্রতিনিধি ইমাম হাসান কচি, বাংলা নিউজের স্টাফ করস্পন্ডেন্ট সোলায়মান হাজারী ডালিম, সংবাদকর্মী সামির উদ্দিন ভূঞা, হাসান মাহমুদ, আফতাব হোসেন মমিন ,ডাঃ গাজী মোঃ হানিফ, মোঃ ছালাহ উদ্দিন, মো. ইকবাল হোসাইন,  শরিয়ত উল্যাহ । এসময় আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক কর্মী নাজমুন নাহার নিতু, ব্যবসায়ী আবুল হোসেন সাহেদ। কর্মশালায় বিভিন্ন শ্রেণি পেশার অর্ধ শতাধিক প্রতিনিধি অংশ নেন।

এছাড়া কর্মশালায় গ্রামীন অবকাঠামো, সামাজিক সমস্য, শিক্ষা ও কৃষি বিষয়ে স্থানীয় পর্যায়ে সমস্যাগুলো উঠে আসে ও এর সমাধান তুলে ধরেন চারটি দলে বিভক্ত অংশগ্রহনকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *