সোনাগাজী(ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাক্তিগত তহবিল থেকে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লেঃ জেনারেল(অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী ।
শনিবার বিকালে সাংসদের পক্ষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ উৎপল চন্দ্র দাসের কাছে অক্সিজেন সিলিন্ডারগুলো হস্তান্তর করেন উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাজী আবু সুফিয়ান, সাধারন সম্পাদক হাজী সিরাজুল ইসলাম , সাংসদের পিআরও মো. ওমর ফারুক, পৌর আ’লীগ নেতা মফিজুর রহমান খোকন, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি মজিবুর রহমান ।
আরো উপস্থিত ছিলেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি জাফর সেলিম, ফেনী প্রেসক্লাবের সহ সভাপতি সৈয়দ মনির, দৈনিক সময়ের আলো’র প্রতিনিধি মাঈন উদ্দিন পাটোয়ারী, দৈনিক খবরপত্র প্রতিনিধি মো. ছালাহ উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, গত ২৯জুন সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবু তাহের নামে এক করোনা আক্রান্ত রোগী অক্সিজেন সংকটে মৃত্যুবরন করেন।
বিষয়টি জানতে পেরে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে ব্যাক্তিগত তহবিল থেকে পাঁচটি অক্সিজেন সিলিন্ডার দিলেন সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী । বাংলারদর্পন