সোনাগাজী প্রেসক্লাবের দায়ীত্ব হস্তান্তর : সকলের সাথে মিলেমিশে কাজ করবো

সোনাগাজী প্রতিনিধি :
২৬শে জুন শুক্রবার বিকেলে ভোরের কাগজ কার্যালয়ে সোনাগাজী প্রেসক্লাব নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এবং বর্তমান কমিটির সভাপতি-সম্পাদককে বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- বাংলাদেশ মানবাধিকার সম্মিলনের চেয়ারম্যান এডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু।

 

সৈয়দ মনির আহমদ’র সভাপতিত্বে ও আবদুর রহিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ দীন মোহাম্মদ, রুপন শর্মা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির সেলিম, জেলা যুবলীগ নেতা বিদ্যুৎ মহাজন, মাস্টার শিমুল মোমিন , মাস্টার  একরামুল হক,  দাগনভুঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, দৈনিক খবর প্রতিনিধি শেখ আবদুল্লাহ আল মামুন, মফস্বল সাংবাদিক ফোরাম ফেনী জেলা কমিটির নির্বাহী সদস্য মোঃ লিয়াকত আলী প্রমূখ।

 

বক্তারা বলেন, কারো সাথে শত্রুতা নয়, সকলের সাথে মিলেমিশে সোনাগাজীর মাটি ও মানুষের কল্যানে কাজ করবো। উল্লেখ্য, সোনাগাজী প্রেসক্লাবের গত ১৫ জুন স্বচ্চ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সদস্যদের শতভাগ ভোট কালেকশন হয়। ভোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে সাবেক সাধারণ সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ সভাপতি ও সাবেক যুগ্ন সম্পাদক মোঃ ছালাহ্ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। প্রেসক্লাবের এই নির্বাচন বিভিন্ন মহলে ব্যাপক সাড়া পড়ে, প্রিন্ট অনলাইন মিডিয়ায় ফেসবুক লাইভে ফলাও করে প্রচার করা হয় নির্বাচনী কার্যক্রম।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি – মোঃ ওবায়দুল হক (দৈনিক তৃতীয় মাত্রা) কবি মহিউদ্দিন খোকন (দৈনিক একুশে সংবাদ; ফেনী জেলা ব্যুরো) যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাসেল চৌধুরী (দৈনিক ফেনীর সময়) আবদুর রহিম (হাজারিকা প্রতিদিন) কোষাধ্যক্ষ আফতাব হোসেন মমিন ভুঞা (দৈনিক প্রভাতি খবর) প্রচার সম্পাদক আবু মুছা তুহিন (দৈনিক একুশে সংবাদ স্টাফ রিপোর্টার) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন (সাপ্তাহিক নির্ভীক) দপ্তর সম্পাদক নুরুল আলম মহব্বত (সাপ্তাহিক জনপ্রিয়) তথ্য সম্পাদক আবদুল্লাহ মোঃ মাসুদ (সাপ্তাহিক ফেনীর ডাক)

 

 

নির্বাহী সদস্য ১. সৈয়দ মনির আহমদ (দৈনিক ভোরের কাগজ) মেহরাব হোসেন মেহেদী (সাপ্তাহিক শমশের নগর) নান্টুলাল দাস (দি ডেইলি ইন্ডাস্ট্রি) জহিরুল হক খাঁন সজীব (দৈনিক নতুন কাগজ) বাহার উল্যাহ বাহার (আমাদের নতুন সময়) মোঃ শহীদুল ইসলাম (সাপ্তাহিক সমসাময়িক) সাধারণ সদস্য পদে জুলফিকার আহমেদ (সাপ্তাহিক আবেদন) নুরুল আমিন খোকন (সাপ্তাহিক জহুর) ডা. শুকলাল দেবনাথ (স্বাস্থ্য বিষয়ক কলামিস্ট) গিয়াস উদ্দিন আল মামুন (দৈনিক আলোকিত সকাল) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *