চর চান্দিয়ায় অা’লীগ নেতার বাড়ীসহ ২বাড়ীতে ডাকাতি : ২ জনকে কুপিয়ে জখম

ফেনী প্রতিনিধি : সোনাগাজী উপজেলা অা’লীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ ব্যাবসায়ী সলিম উল্লাহ সেলিম এর বাড়ী ও চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের বেচু মাঝি বাড়ীর রুহুল আমিনের ঘরে দুর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। এসময় রুহুল অামিন এর ঘরে ২  জন কে কুপিয়ে গুরুতর জখম করে দুর্বৃত্তরা ।আহতদের ফেনী সদর ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।

খবর পেয়ে সোনাগাজী থানা পুলিশ দুটি বাড়ী পরিদর্শন করেছেন।

অা’লীগ নেতা সেলিম জানান, সোমবার ভোরে অস্ত্রধারী মুখোশ পরিহিত ১০-১২ জনের ডাকাত দল ঘরের ক্রসিং গেইট ও দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ লক্ষাধিক টাকা,  অানুমানিক ২০ ভরি স্বর্নালংকার ও মুল্যবান মালামাল লুট নিয়ে যায়। তিনি অারও জানান, স্থানীয়দের সহযোগীতায় ডাকাত দল ঘরে প্রবেশ করতে পারে।

ইউপি সদস্য নুর হোসেন জানান, ডাকাত দল ঘরে প্রবেশের রুহুল অামিনের স্ত্রী মোবাইলে কথা বলার চেষ্টা করলে তারা ক্ষিপ্ত হয়ে কুপিয়ে দুজনকে মারাত্বকভাবে জখম করে।

পরিদর্শক (তদন্ত) হারুনুর রশিদ জানাণ, তার নেতৃত্বে পুলিশ দুটি বাড়ী পরিদর্শন করেছে।   মামলার প্রস্তুতি চলছে।

এর অাগে শনিবার রাতে ভোরবাজার সংলগ্ন অা’লীগ নেতা হারুন এর বাড়ী সহ ৩ টি বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি হয়।

সম্পাদনায় /সৈয়দ মনির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *