মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ :
বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন- মহান মুক্তিযোদ্ধের সময় যারা দেশের
বিরোধিতা করেছিল, তাদের মতো দেশের শক্রদের সাথে আমাদের কোন আপোষ হতে পারেনা।
আজ শুক্রবার (১০ ডিসেম্ভর) বিকেলে জেলার শান্তিগঞ্জ উপজেলা সদরে এফআইভিডিবি’র নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ওই সময় পরিকল্পনামন্ত্রী আরো বলেন- একটি গোষ্ঠীর প্রতি সজাগ থাকতে হবে। কারণ ওরা এই দেশের ও এই দেশের মানুষের ভাগ্যের উয়ন্নন হউক তা কখনোই চায় না। তারা দেশের উন্নয়নে সব সময় নানান ভাবে বাঁধা সৃষ্টি করে থাকে। তাই দেশের উন্নয়নের স্বার্থে সবাইকে কাঁদে কাঁদ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে দিনরাত কাজ করতে হবে।
মন্ত্রী বলেন- এই শান্তিগঞ্জ এলাকায় এক সময় কিছুই ছিলনা। আমরা সুনামগঞ্জ সদরের সাথে সম্পৃক্ত ছিলাম। ২০০৬ সালে এই থানাকে উপজেলা ঘোষনা করা হয়। আমি তখন আওয়ামীলীগ সরকারের সংসদ সদস্য নির্বাচিত হয়ে এই এলাকার
উন্নয়নের জন্য ব্যাপক কর্মকান্ড হাতে নিয়েছিলাম। এক সময় কিছু না থাকলেও
বর্তমানে এউপজেলায় থানা ভবন, উপজেলা পরিষদ, টেক্সটাইল ইন্সটিটিউট ও বঙ্গবন্ধু
মেডিকেল কলেজ স্থাপন হয়েছে। এখন বিশ^বিদ্যালয় ও স্থাপন করা হবে।
অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- এফআইভিডিবির নির্বাহী পরিচালক মোস্তফা রাজিব, নির্বাহী পরিষদের সদস্য মোস্তাকুর রাজা চৌধুরী, শহীদুল ইসলাম, ইউএনও আনোয়ার উজ-জামান, ভাইস চেয়ারম্যান নুর হোসেন, এলজিইডি
নির্বাহী প্রকৌশলী মাহবুব আলম, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, ওসি কাজী মুক্তাদির হোসেন প্রমুখ।