পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

তাড়াইল(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তালজাঙ্গা ইউনিয়নের তালজাঙ্গা বাজারের পাশে পুকুর থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে তাড়াইল থানার পুলিশ। ওই যুবকের আনুমানিক বয়স ২৫।

পুলিশ সূত্রে জানা গেছে,তাড়াইল উপজেলা তালজাঙ্গা ইউনিয়নের তালজাঙ্গা বাজারের পাশে পুকুরে লাশ ভেসে আছে এমন খবর পেয়ে ১০ ডিসেম্বর শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটের দিকে ঘটনাস্থলে উপস্থিত হয় তাড়াইল থানার পুলিশ।সুরতহাল রিপোর্টের সময় মৃত ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি।

তাড়াইল থানার উপ-পরিদর্শক মো.আশরাফুল আলম তালুকদার বলেন, তালজাঙ্গা বাজারের পাশে পুকুরে মৃতদেহ ভেসে আছে এমন খবর পেয়ে তাড়াইল থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

আজ শুক্রবার দুপুর ১টার দিকে লাশের ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃতদেহের বিভিন্ন জায়গায় পচন ধরে যাওয়ায় আমরা ধারণা করছি যুবকের মৃত্যুটা হয়তো ৪ /৫ দিন পূর্বে হয়েছে।

এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন কিশোরগঞ্জ জেলার সিনিয়র এএসপি করিমগঞ্জ সার্কেল মো. ইফতেখারুজ্জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *