নারায়নগঞ্জ প্রতিনিধি :
প্রাথমিক তদন্ত ছাড়াই বাদীর অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জের ৩ জন সিনিয়র সাংবাদিকসহ ৪ জনের বিরুদ্ধে আইসিটি এ্যাক্ট ৫৭ ধারায় ৩টি মামলা রুজু করেছে সদর মডেল থানা পুলিশ। ১৫ এপ্রিল শনিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ও নারায়ণগঞ্জ নিউজ পেপারস ওনার্স এসোসিয়েশনের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি এবং দৈনিক ডান্ডিবার্তার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বাদল, ডিবিসি নিউজ চ্যানেল ও জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি এবং দৈনিক নারায়ণগঞ্জের আলো পত্রিকার প্রকাশক রাজু আহম্মেদ, অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রকাশক সৈয়দ সিফাত আল রহমান ও একই পোর্টালের নির্বাহী সম্পাদক মাহমুদুল হাসান কচির বিরুদ্ধে আইসিটি এ্যাক্ট ৫৭ ধারায় ৩টি মানহানির মামলার অভিযোগ দায়ের করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর ছোট ভাই আলী রেজা রিপন।
এ ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবী জানায়। কারন প্রাথমিক তদন্তে সত্যতা ছাড়া সাংবাদিকের বিরুদ্ধে মামলা নেয়ার বিধান নেই। তবুও উৎসাহি পুলিশ ওই চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা এফআইআর করে গ্রেফতার হয়রাণী চালাচ্ছে বলে অভিযোগ ওঠে।
কিন্তু আইসিটি এ্যাক্ট ৫৭ ধারা অনুযায়ী পুলিশ বাদীর অভিযোগ দায়েরের পর তদন্ত সাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে তা আমলে নিয়ে পুলিশ চাইলে মামলা রুজু করতে পারে। অথচ, কোন প্রকার তদন্ত ছাড়াই রিপনের কাছ থেকে অভিযোগ পাওয়ার সাথে সাথেই সদর মডেল থানা পুলিশ আইসিটি আইনে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা রুজু করে নেয়। পরবর্তীতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্ধ্যায় থানায় এসে এজাহার বহিতে স্বাক্ষর করেন। এবং মামলার আসামীদের মামলার বিষয়ে অবহিত করেন।ঘটনাটি গণমাধ্যমের জন্য দূ:খ ও হতাশাজনক বলেও দাবী করেন বিএমএসএফ নেতৃবৃন্দ।