রেজাউল করিম, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে বিশেষ অভিয়ান চালিয়ে ১কেজি গাঁজাসহ সোহেল রানা (৩০) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রবিবার রাতে পোপন সংবাদের ভিত্তিতে বেলকুচি উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলেরচর গ্রাম থেকে ১কেজি গাঁজাসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়। সোহেল রানা একই ইউনিয়নের খাসলক্ষিপুর গ্রামের আব্দুল কুদ্দুস প্রামানিকের ছেলে।
বেলকুচি থানা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে ধুকুরিয়াবেড়া ইউনিয়নের ধুলেরচর গ্রামে অভিযান চালানো হয়। সেখান থেকে ১কেজি গাঁজাসহ সোহেল রানাকে গ্রেফতার করা হয়। সে বিভিন্ন এলাকায় দীর্ঘ দিন ধরে বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা করা হয়েছে। সোহেলকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।