রেজাউল করিম :
সিরাজগঞ্জের বেলকুচিতে আব্দুল মজিদ (৬৫) নামে এক মুক্তিযোদ্ধা ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি….. রাজিউন)। সোমবার ভোররাতে হৃদযন্তের ক্রিয়া বন্ধ হয়ে তিনি নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। বাদ যহর পৌর এলাকার চালা সাতরাস্তা ঈদগাহ মাঠে জানাযা শেষে সাতরাস্তা কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন।
মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ বেলকুচি পৌর এলাকার চালা উত্তরপাড়ার মৃত ফজর আলীর ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ২ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন।
রাষ্ট্রীয় মর্জাদায় দাফন সম্পন্নের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান, উপস্থিত ছিলেন।জানাজা নামাজে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ একেএম ইউসুফজী খান, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আলহাজ গাজী নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাজী হযরত আলী, মরহুমের ছেলে আসরাফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মজিদ মন্ডল, জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, পৌর মেয়র বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ গাজী সাইদুর রহমানসহ মুক্তিযোদ্ধা সংসদ।