রামগড় সরকারী ডিগ্রী কলেজের শিক্ষকদের ২ দিনের কর্মবিরতি পালন –

 

এমদাদ খান, রামগড় (খাগড়াছড়ি) :

 

খাগড়াছড়ি জেলার রামগড়ে  কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে বিসিএস শিক্ষা সমিতি রামগড় সরকারী ডিগ্রী কলেজ  ইউনিট ২৬ ও ২৭ নভেম্বর ২দিনের কর্মবিরতি পালন করেছে। জাতীয় শিক্ষানীতি  ২০১০ ও প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী “জাতীয়করণকৃত ২৮৩টি বেসরকারী কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে বিধিমালা জারি না করার প্রতিবাদে এই কর্মসূচী গ্রহণ করা হয়।”

রামগড় সরকারী ডিগ্রী কলেজের শিক্ষা ক্যাডার কর্মকর্তাবৃন্দ সকলের উপস্থিত থেকে কর্মবিরতি পালন করেছে।  উপাধ্যক্ষ প্রফেসর মোঃ জয়নাল আবেদীন এর নের্তৃত্বে মৌনমিছিল অনুষ্ঠিত হয়, মিছিল শেষে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি রামগড় কলেজ ইউনিটের সম্পাদক প্রভাষক মোহাম্মদ মনির হোসেন মজুমদার  সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা কলেজ জাতীয়করণের বিপক্ষে নই, বরং জাতীয়করণ কে স্বাগত জানাই। জাতীয় করণকৃত শিক্ষকদের বিসিএস ক্যাডার কর্মকর্তাদের সাথে কখনো একসাথে মিলানো যাবে না।

এতে বিসিএস কর্মকর্তাদের মর্যাদা হানি, পদোন্নতী এবং জেষ্ঠতা সহ নানাবিদ ক্ষতি হবে,গোটা শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হবে। ৩১ ডিসেম্বর ২০১৭ইং এর মধ্যে দাবী মানা না হলে আবারো ৬,৭,৮ জানুয়ারী ২০১৮ইং কর্মবিরতি পালন করা হবে। শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতারা মন্ত্রী,সচিব সহ অনেকের সাথে আলোচনা করেছে, তারা আসস্ত করলেও বাস্তবে আমরা দেখছি “বিধি প্রনয়নে বিলম্ব করা হচ্ছে।দ্রুত বিধি জারি নাহলে, প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *