সোনাগাজীতে আ’লীগের সম্মেলন : সভাপতি অধ্যাপক মফিজ -সম্পাদক এড. রফিক

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ফেনী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন নাসিম বলেন, সোনাগাজীসহ ফেনীর মানুষ শেখ হাসিনার সাথে বিমাতাসূলভ আচরন করলেও, ফেনীকে উন্নয়নের নগরীতে পরিণত করেছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোনাগাজীতে নির্মান হচ্ছে শিল্পাঞ্চল, সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ শতশত উন্নয়ন প্রকল্প । আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ফেনীর প্রতিটি উপজেলা আ’লীগের ঘাঁটিতে পরিনত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে ফেনীর প্রতিটি ইউনিটে আ’লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছে।

বুধবার বিকেলে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মফিজুল হক’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড. রফিকুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

তিনি বলেন, আ’লীগ ও আ’লীগ সরকারের বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। সকল ভেদাভেদ ভুলে সর্বস্তরের আ’লীগ নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ভাবে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আগামীর বাংলাদেশ হবে উন্নত ও শান্তির বাংলাদেশ।

আরও বক্তব্য রাখেন, জেলা আ’লীগ সভাপতি আবদুর রহমান বিকম, সহ সভাপতি আকরামুজ্জামান, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন লিপটন, জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শহীদ খোন্দকার, স্বাস্থ্য সম্পাদক- মো. লিটন প্রমূখ।

সম্মেলনে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মফিজুল হক সভাপতি ও এড. রফিকুল ইসলাম খোকন সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন। এর আগে বিকেল ৩টা থেকে প্রতিটি ইউনিয়ন আ’লীগ সভাপতি-সম্পাদকের নেতৃত্বে মিছিলে মিছিলে স্কুল মাঠ কানায় কানায় পুর্ন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *