আবদুল্লাহ রিয়েল নিজস্ব প্রতিবেদক-: ফেনীতে বিদেশ নেওয়ার নাম করে কোটি টাকা আত্মসাৎ।
ধরিয়ে দিন প্রতারক মিন্টু কে। ফেনীর দাগনভূঞা কাইয়ুম উদ্দিন মিন্টু (৪৫) দীর্ঘদিন ধরে প্রত্যেক উপজেলায় লোক নিয়ে একটি দল তৈরি করে।
লোকজন বিদেশ নেওয়ার নাম করে শত কোটি টাকা আত্নসাৎ এর অভিযোগ উঠেছে।
মিন্টুর বাড়ি বারাইগুনি গ্রামের চকিদার বাড়ি।
জানাযায়,সোনাগাজী উপজেলার মতিগঞ্জ সৈয়দপুরের এমরান হোসেন রানা(২১) থেকে কুয়েত নেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা আত্মসাৎ করে।
এই ভাবে মিন্টু ও তার লোকেরা শতকোটি টাকার আত্মসাৎের অভিযোগ উঠেছে।