কোম্পানীগঞ্জে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ | বাংলারদর্পন

গিয়াস উদ্দিন রনি :

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায়  রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বুধবার(২৬ জুন) দুপুর ১২ টায় উপজেলার চরহাজারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে চরহাজারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সহিদা বেগম (৫৯) কে হাজারীহাটস্থ পল্লী চিকিৎসক সুবন্ধু মজুমদারের নিকট আনেন। এসময় সিএনজি থেকে নেমে রোগী পায়ে হেঁটে ডাক্তারের চেম্বারে প্রবেশ করে। প্রবেশ করার কয়েক মিনিট পর দুটি ইনজেকশন ফুস করেন রোগীর শরীরে। তার কয়েক মিনিটের ভিতরই রোগী বুধবার মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

এ বিষয়ে নিহতের বড় ছেলে ফারুক জানান, আমার মা কে হত্যা করা হয়েছে। আমার মায়ের যদি অবস্থা বেশি খারাপ হতো তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতাম। অবস্থা অত খারাপ ছিলোনা তাই এখানে এনেছি। তিনি কি ইনজেকশন ফুস করেছেন যার অল্প পরেই আমার মায়ের মৃত্যু হলো! এঘটনার আমি বিচার চাই।

 

অন্যদিকে একই পল্লী চিকিৎসকের বিরুদ্ধে এর আগেরও ভুল চিকিৎসার অভিযোগ আছে। তার ভুল চিকিৎসায় এর আগেও একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকার মৃত্যুর অভিযোগ উঠে ছিলো।

 

এ বিষয়ে অভিযুক্ত পল্লী চিকিৎসক সুবন্ধু মজুমদার’র ০১৮১৮-৭১৫০৪৯ মুঠোফোনের এ নম্বরে যোগাযোগ করলে তিনি  নিজেকে নির্দোষ দাবি করেন। তিনি আরো বলেন, নিহত তার পুরান রোগী, এজমার রোগী ছিলেন,ইনজেকশন দেওয়ার অনেক পরে তিনি মারা যান।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আসাদুজ্জামান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করেন নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *