ফেনী : খাদ্য নিরাপত্তা আইন প্রণয়নের দাবীতে সাংসদ নিজাম উদ্দিন হাজারীর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে খাদ্য অধিকার বাংলাদেশ , ফেনী জেলা কমিটি।
সংগঠনের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর অালম নান্টু নেতৃত্বে অারও উপস্থিত ছিলেন, সোনাগাজী পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সংগঠনের সহ সভাপতি কাজী নোমান মঞ্জু রানি দেবী, সাধারন সম্পাদক লিয়াকত অালী অারমান, সহ সম্পাদক সৈয়দ মনির অাহমদ, এমএনকে রুবেল, ফরিদা ইয়াসমিন সদস্য এমএইচ হানিফ, ছালাহ উদ্দিন।
#বাংলারদর্পন।