ফেনী প্রতিনিধি :
ফেনীতে জেলা খেলাঘরের অায়োজনে ক্রমবর্ধমান শিশু নির্যাতনের কারন ও করনীয় বিষয়ে মতবিনিময় সভা অনুৃষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে পৌরসভা মিলনায়তনে অনুৃষ্ঠিত সভায় প্রধান অালোচক ছিলেন, খেলাঘর কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত শিল্পী লায়লা হাসান। তিনি বলেন, প্রতিবন্ধি শিশুর অস্বাভাবিক শিশু মনে করে স্বাভাবিক ভাবে বেড়ে উঠার সুযোগ করে দিতে হবে।বিদ্যালয়ে পাঠদানের সময় কমাতে হবে। শিশু শ্রম বন্ধে কঠোর অাইন প্রনয়ন করে তা বাস্তবায়ন করতে হবে।
জেলা খেলাঘর অাসরের সভাপতি এড. জাহাঙ্গীর অালম নান্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক টিটো দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফেনী পৌরসভার প্যানেল মেয়র অাশ্রাফুল অালম গিটার, ফেনী জেলা খেলাঘরের সহ সভাপতি যতন মজুমদার, ফেনী রিপোর্টস ইউনিটির সভাপতি শাহজালাল রতন,সাবেক সাধারন সম্পাদক শুকদেব নাথ , ফেনী প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, ফেনী ফুটবল ফেডারেশন এর সহ সভাপতি লাভলী, জেলা কমিউনিস্ট পার্টির সাধারন সম্পাদক মহিবুল ইসলাম রাসেল, খেলাঘর কেন্দ্রিয় কমিটির সদস্য মো. মোস্তফা, জেলা সদস্য সাহিদা সাম্যলীনা প্রমুখ।
এসময় খেলাঘর জেলা, উপজেলা ও অাসরের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।