তানভীর আলম:
কুমিল্লার দক্ষিণ বাগমারার গন্ধমতি বড় কবরস্থান সংলগ্ন এলাকার একটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টিার টেরোরিজম ইউনিটের সদস্যরা। সেখানে জঙ্গি রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ঢাকা থেকে রওনা হয়েছেসোয়াট টিমের সদস্যরা।বুধবার বিকেলে গন্ধমতি এলাকার কবরস্থানের পাশের ‘আরমানী’ নামের ওই ভবনে জঙ্গিরয়েছে এমন খবরে র্যাব-পুলিশসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা বাড়িটি ঘিরে ফেলে।বিকেল সাড়ে ৪টার দিকে ওই বাড়িটি ঘিরে অবস্থান নেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।র্যাব-১১ এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, বাড়িরভেতরে এখনও তল্লাশি চালানো শুরু হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করে পদক্ষেপ গ্রহণ করা হবে। এর বেশি কিছু বলা যাচ্ছে না।কুমিল্লার এসপি শাহ আবিদ হোসেন জানান, বুধবার দুপুরে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ওই বাড়ি ঘিরে ফেলে।তবে অভিযানের বিষয়ে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।