শহীদ নুরুল অাফছার হত্যা মামলা : এফঅাইঅার এর নির্দেশ

ফেনী প্রতিনিধি:
হত্যাকান্ডের ৪৬ বছর পর মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ নুরুল অাফছার হত্যা মামলা দায়ের হয়েছে।  ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অাদালত(সোনাগাজী)  সিরাজ উদ্দিন ইকবালের অাদালতে বৃহস্পতিবার দুপুর ১২টায় শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল অাফছারের ছোট ভাই ইতালী প্রবাসী গোলাম কিবরিয়া বাবুল।

বাদী পক্ষের  অাইনজীবি এড. জাহাঙ্গীর অালম নান্টু জানান, অাদালত  বাদীর জবানবন্দি শুনে মামলার অারজি গ্রহন করেছেন এবং অাদেশের অপেক্ষায় রেখেছিলেন।
রোববার বিকালে অাদালত এফঅাইআর হিসেবে গ্রহন করার জন্য সোনাগাজী মডেল থানার ওসিকে নির্দেশ  দেন।

অভিযোগ সুত্রে জানা যায়, উক্ত মামলায়  সোনাগাজী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ   নাছির উদ্দিন, সাবেক কমান্ডার  মোশারফ হোসেন, মুক্তিযোদ্ধা অাবুল কাশেম কাজি ও রাজাকার  শাহজাহান অাকবর এর উল্লেখ করে অজ্ঞাত অারো ৭ জনকে  অাসামী করা হয়েছে।

উল্লেখ্য, শহীদ  মুক্তিযোদ্ধা কমান্ডার  নুরুল অাফছার সোনাগাজী অঞ্চলে ভারত থেকে প্রশিক্ষন প্রাপ্ত প্রথম মুক্তিযোদ্ধা। উপজেলার বাদামতলি গ্রামে রশিদ মেম্বার বাড়ীতে ক্যাম্প করে উপজেলার সর্বত্র গেরিলা যুদ্ধে নেতৃত্ব দেন।  তিনি  সদর ইউনিয়নের ফরাজী বাড়ীর মৌলভী অাহম্মদ করিমের বড় ছেলে। ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বিজয় উৎসবের পুর্ব মুহুর্তে ১১ ডিসেম্বর  সোনাগাজী থানার ভেতরে রাজাকার শাহজাহানকে রক্ষা করতে, শাহজাহানের ভাই বিএলএফ কমান্ডার নাছির উদ্দিনের নির্দেশে শহীদ নুরুল আবছারকে নৃশংস ভাবে হত্যা করা হয়। হত্যার পর খুনিরা তিন দিন সোনাগাজীতে কারপিউ দিয়ে সব কিছু গোপন করেছিল। গুম করেছিল নুরুল অাবছারের লাশ।  তিনমাস পর মুজিব বাহিনির প্রধান শেখ ফজলুল হক মনির নির্দেশে লাশ ফেরত দিয়েছে খুনির।  স্বাধীনতার ৪৬তম বছর পরও সোনাগাজীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার, বীর মুক্তিযোদ্ধা শহীদ নুরুল আফছার হত্যার বিচার চায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *