এক লাখ মানুষকে হ্যান্ড স্যানিটাইজার দিবেন অপকা > বাংলারদর্পন

মিরসরাই প্রতিনিধি :
স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা অপকা করোনা ভাইরাস প্রতিরোধে এক লাখ মানুষকে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে। ৬টি জেলায় পর্যাক্রমে
এই স্যানিটাইজার বিতরণ করা হবে। জেলাগুলো হলো: চট্টগ্রাম, লক্ষীপুর, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, ফেনী ও কক্সবাজার। পিকেএসএফের কারিগরি সহযোগীতায় ও অপকার অর্থায়নে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ সুলতানুল আলমের ফর্মুলায় এই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে অপকার প্রধান কার্যালয় চট্টগ্রামের মিরসরাইয়ের মস্তাননগরে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী। এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূইয়া, ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, ইউপি সদস্য মাঈন উদ্দিন, রফিকুল ইসলাম, অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাঃ সুলতানুল আলম জানান, দুইটি উপায়ে ঘরে বসে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করা যায়। প্রথমটি হলো: ১০০ গ্রাম কাপড় কাচার সাবানের সাথে ২৫লিটার পানি মেশাতে হবে। সাবান পানি গরম বা সিদ্ধ হওয়ার সময়
২০-২৫ ফোঁটা নারিকেল তেল দিতে হবে। সুগন্ধি হওয়ার জন্য কয়েকটি লেবুর পাতা বা রস দেওয়া যেতে পারে। দ্বিতীয়টি হলো: ১ লিটার পানিতে ১০ গ্রাম (২ টেবিল চামুচ) ব্লিচিং পাউডার মিশালেই হ্যান্ড স্যানিটাইজার তৈরি হয়ে যাবে। প্রতি লিটার হ্যান্ড স্যানিটাইজার সাবান দিয়ে তৈরি করলে ২ টাকা ২৬ পয়সা ও ব্লিচিং পাউডার দিয়ে করলে খরচ পড়বে ২ টাকা ১০ পয়সা। এক লিটার হ্যান্ড স্যানিটাইজার
ছোট পরিবারে এক সপ্তাহ চলে যাবে।

অপকার নির্বাহী পরিচালক মো. আলমগীর বলেন, দেশের হ্যান্ড স্যানিটাইজারের সংকট রয়েছে। দেশের মানুষ সচেতন হলে করোনা
ভাইরাস মোকাবেলা সম্ভব। তাই আমাদের সবাইকে সব সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবানুমুক্ত রাখতে হবে। আমরা দেশের ৬টি
বৃহত্তর জেলার এক লাখ মানুষকে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবো। আজ (মঙ্গলবার ) থেকে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বিতরণের মাধ্যমে কার্যক্রম শুরু করা হলো।

মিরসরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, বিশ^সহ দেশের এই দূর্যোগে অপকার বিনামূল্যে হ্যান্ড
স্যানিটাইজার বিতরণ নিসন্দেহে প্রশংসারযোগ্য। আমাদের সকালের উচিত সচেতনতার মাধ্যমে করোনা মোকাবেলা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *