নোয়াখালী ও ফেনীর গডপাদাররা আমাকে ঠেকাতে চায় – মির্জা কাদের

নোয়াখালী প্রতিনিধি :
নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচী পালিত হচ্ছে।

রবিবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে বসুরহাট পৌরসভা নির্বাচনী আচরণবিধি সংক্রান্ত মতবিনিময় সভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জাকে বক্তব্যে বাধা দেওয়াকে কেন্দ্র করে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে এই অবস্থান কর্মসূচী পালন করা হচ্ছে।

আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা অভিযোগ করে বলেন, নোয়াখালী-৪ আসনের এমপি একরামুল করিম চৌধুরীর নির্দেশে জেলা প্রশাসক অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তিনি দ্রুত স্বাভাবিক পরিবেশ তৈরি করে অবাধ
সুস্থ ও নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।

মির্জা কাদের বক্তব্য আরো বলেন, বসুরহাট পৌর নির্বাচনে আমাকে ঠেকাতে অস্ত্র ও কালো টাকার ছড়াছড়ি দেখা যাচ্ছে। প্রতিবাদ করায় ফেনীর উপজেলা চেয়ারম্যান একরামকে পুড়িয়ে মারা হয়েছে ।

এসব অপকর্মে জড়িত গডপাদার “নোয়াখালী সদর আসনের এমপি একরামুল করিম চৌধুরী, কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শিউলি একরাম, এমপিপুত্র সাবাব চৌধুরী ও ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, ফেনীর মেয়র প্রার্থী স্বপন মিয়াজির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনেরও দাবি জানান তিনি”।

এর আগে নোয়াখালি জেলা অা’লীগের প্রস্তাবিত কমিটিতে বিএনপি জামাতের লোকজনের নাম থাকার অভিযোগে সহ সভাপতি পদ থেকে অব্যহতি নেন মির্জা কাদের।
বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *