ফেনী প্রতিনিধি :
ঢাকা-চট্টগাম মহাসড়কের ফেনীর মহিপালে ট্রাফিক পয়েন্ট থেকে (১৬ এপ্রিল) রবিবার বিকেলে ২৮’শ কেজি জাটকা জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী জানান, রবিবার দুপুরে ঢাকাগামী ২টি ট্রাকে পৃথক-পৃথক অভিযান চালিয়ে আমরা ২৮’শ কেজি বিক্রয় নিষিদ্ধ জাটকা জব্দ করি।
অভিযানে দু’জনের কাছ থেকে ১০হাজার ও ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এসময় জেলা মৎস্য কর্মকর্তা ড.মনিরুজ্জমান উপস্থিত ছিলেন। পরে জব্দকৃত জাটকা জেলা মত্স্য অফিসের প্রতিনিধির মাধ্যমে জেলার ২৩টি এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে।