ফেনী :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া মুহুরীগঞ্জ হাই রাস্তা নামক স্থানে শনিবার ( ১৩ নভেম্বর) বিকালে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নব দম্পতি স্বামী নুর উদ্দিন ও স্ত্রী আকলিমা আক্তার দুই জনেই নিহত হয়েছেন।
ফাজিলপুর হাইওয়ে (মুহুরীগঞ্জ) পুলিশ ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে।
নিহতদের বাড়ি ফেনীর পূর্ব গোবিন্দপুর । তারা মিরসরাই এর আরশীনগর ফিউচার পার্ক থেকে ঘুরে বাড়ি ফিরছিলেন। ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো ট- ০৮৪৫) সহ ড্রাইভার ও হেলপারকে আটক করে পুলিশ।
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়ন এর পূর্ব গোবিন্দপুরের আবুল কাশেম সওদাগরের ছেলে নুর উদ্দিন।
কিছুদিন আগে কাশেম সওদাগরের আরেক ছেলে দঃ আফ্রিকায় সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছিলেন।