নিজস্ব প্রতিবেদকঃ
ফেনীত কাভার্ড ভ্যান ভর্তি ১২ লাখ টাকা মূল্যের প্রায় ৫শ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছ বন বিভাগ। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জ এলাকা থেকে এগুলাে উদ্বার করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গােপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে বন বিভাগের একটি বিশেষ টহল দল। এসময় সন্দেহজনক একটি কভার্ড ভ্যান (ঢাকা মট্রা ট-১৬-৪১০৮) থামাতে নির্দেশ দিলে চালকসহ অন্যরা পালিয়ে যায়। পরে জব্দকৃত গাড়ি ভর্তি কাঠ বনবিভাগ কার্যালয় নিয়ে আসা হয়। এসময় কাভার্ড ভ্যানটি তল্লাশীকাল দেখা যায় অভিনব কায়দায় নাম্বার প্লেটটি সাদা কাগজ প্রিন্ট করা (ঢাকা মেট্রাে ট-১১-০৩৫৭) দিয়ে ডেকে দেয়া।
ফেনী সামাজিক বন বিভাগের কর্মকর্তা এস.এম কায়চার ঘটনার তথ্য নিশ্চিত করেন। কাঠ পাচারের ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে সদর রেঞ্জের কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বাবুল চদ্র ভৌমিক জানিয়েছেন।