ফেনী প্রতিনিধি :
ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বালিগাঁওয়ের কৃতিসন্তান শুসেন চন্দ্র শীলকে সংবর্ধনা দিয়েছে বালিগাঁও ইউনিয়ন পেশাজীবি পরিষদ।
সোমবার রাতে এ উপলক্ষে শহরের বেস্ট ইন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ব্যক্তি শুসেন চন্দ্র শীল।
ফেনী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, সহযোগী অধ্যাপক রেজাউল হক রেজা।
সাংবাদিক এন এন জীবনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উন্নয়ন কর্মী ও সংগঠক মোঃ শাফায়েত উল্যাহ।
বিভিন্ন পেশাজীবিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন,ফুলগাজী সরকারি কলেজের সহকারী অধ্যাপক ডক্টর নাসির উদ্দিন, বক্তার মুন্সি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আবসার ফারুকী, এডঃ আমিনুল হক ভুট্টু, দৈনিক ফেনীর সময়ের নির্বাহী সম্পাদক আলী হায়দার মানিক, ব্যাংকার জাফর উল্যাহ, সমাজসেবা বিভাগের কম্পিউটার ইনস্টাক্টর এনায়েত উল্লাহ বাবর,জেলা পরিষদের কর্মকর্তা আব্দুল কাদের, মধুয়াই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ জাহান ফিরোজ, চর মধুয়াই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ালি উল্যাহ, দলিল লিখক আলহাজ্ব শেখ সেলিম, ব্যবসায়ীদের পক্ষ থেকে ভূঁইয়া ট্রেডলিংক সত্তাধিকারী শাহ কামরুজ্জামান ভূইয়া, ফল ব্যবসায়ী মোঃ আবুল হাসান, ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক কামাল উদ্দিন। উন্নয়ন কর্মীর জহির উদ্দিন জহির প্রমুখ।