পূজামণ্ডপে হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাসস :
দেশের বিভিন্ন জায়গায় পূজামণ্ডপে হামলা ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় অপরাধীদের দ্রুত শাস্তির আওতা আনতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীকে এ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘সাম্প্রতিক সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

যত দ্রুত সম্ভব তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে যারা এসব ঘটনার সূত্রপাত করল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।

পাশাপাশি ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের প্রতি এসব ইস্যুতে মতবিনিময় করার আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *