ব্রাহ্মণবাড়িয়া :
১০ জুলাই সোমবার দুপুর ২ ঘটিকার সময় মো: বাবুল সরকার, পিতা- ইউসুফ আলী, সাং- চরচারতলা, থানা- আশুগঞ্জ, জেলা ব্রাহ্মণবাড়িয়া মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপারের কাছে আত্মসমর্পণ করেন। এই সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বাবুল এর মত যারা মাদক ব্যবসার সাথে যুক্ত তারা যদি আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে চান তাহলে তাদেরকে স্বাগত জানাবো এবং তাদের পূনর্বাসনের ব্যবস্থা করবে জেলা পুলিশ । সবার সম্মিলিত প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক সম্পূর্ণভাবে নির্মূল করার প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার। বাবুল সরকার এর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে।