শহিদুল ইসলাম :সোনাগাজী উপজেলার তাকিয়া বাজার ওসমানিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন-২০১৭ উৎসব মুখোর পরিবেশে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুৃষ্ঠিত হয়। ভোটাররা নিজের পছন্দের প্রার্থীর নামের পাশে (x)চিন্থ দিয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ৯৩৩জন ভোটারের মধ্যে ৪৬৫ জন ভোট কাস্টিং হয়। এতে আনোয়ারুল হক মানিক ৩৪৩ ভোট (১ম স্থান),আবু সুফিয়ান লিটন ৩৩২ভোট (২য় স্থান),রফিকুল ইসলাম ৩২৫ভোট( ৩য় স্থান) ও আবুল হোসেন ৩১৩ভোট পেয়ে ৪র্থ স্থানে বিজয়ী হয়েছেন। মহিলা সদস্য পদে আফরোজা বেগম বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।
ফলাফল ঘোষনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং অফিসার মোঃ আল মমিন।