খাগড়াছড়িতে ২৬ তম প্রতিবন্ধী দিবস পালিত – বাংলারদর্পন

 

এমদাদ খান,  খাগড়াছড়ি :

খাগড়াছড়িতে ২৬তম আর্ন্তজাতিক ও ১৯তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার বেলা ১০টায় খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়ে শোভাযাত্রাকারীরা।

 

প্রতিবন্ধী চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ডাঃ সৈয়দা লুলু মারজানার সঞ্চালনায় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক ড. মোঃ গোফরান ফারুকীর

 

সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাউদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা. শাহজাহান, প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা মোঃ শাহজাহান, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চু মনি চাকমা, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে কংজরী চৌধুরী বলেন, মূলস্রোত ধারার সাথে প্রতিবন্ধীদের এগিয়ে নিতে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন। সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় প্রতিবন্ধীদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *