রাজধানীতে ঈদে মিলাদুন্নবী (সা.) এর জশনে জুলুস

 

বাংলারদর্পন  , ডিসেম্বর ০৩ , ২০১৭।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস (ধর্মীয় শোভাযাত্রা) বের করেছে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল দশটার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে থেকে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়। মাইজভাণ্ডার দরবার শরীফের বর্তমান ইমাম শাহ সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী এ জুলুসের নেতৃত্ব দেন।

সোহরাওয়ার্দী উদ্যান থেকে জশনে জুলুস বের হয়ে জাতীয় প্রেসক্লাব, পল্টন মোড় ও কাকরাইল হয়ে আবারও সোহরাওয়ার্দী উদ্যানের শান্তি মহাসমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের হাতে কলেমা তৈয়বা, জাতীয় পতাকা, আঞ্জুমানের পতাকা এবং বিভিন্ন ধরনের বাণী ও শ্লোগান লেখা ব্যানার ও ফেস্টুন দেখা যায়।

আয়োজকরা জানান, ১২ রবিউল আউয়াল হযরত মুহাম্মদ (সা.) জন্ম ও ওফাত দিবস। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযথ ধর্মীয় মর্যাদায় দিবসটি উদযাপিত হয়েছে। পোপের আগমন উপলক্ষে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকার কারণে একদিন পরে জশনে জুলুস বের করেছে আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।

জশনে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশে করেছে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া। মহাসমাবেশে সভাপতিত্বে করছেন চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভাণ্ডারি দরবার শরীফের পীর মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী। অনুষ্ঠানে বিদেশ থেকে আসা ধর্মীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী ও দার্শনিকরা উপস্থিত আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *