ফেনী :
সোনাগাজীতে বড় ভাইয়ের লাঠির আঘাতে আহত ছোট ভাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। বুধবার রাতে তার মৃত্যু হয় বলে জানাগেছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে মামলা দিতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

জানাগেছে, উপজেলার চরছান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া গ্রামের নবী উল্লাহর বাজার স্লুইজ গেইট সংলগ্ন আরব আলী সারেং বাড়ির সিদ্দিকুর রহমান’র ছেলে মোহাম্মদ সবুজ ও ইব্রাহিম খলিল একই বাড়ীতে বসবাস করেন।
গত ৯ মার্চ রোববার বিকেলে তুচ্ছ ঘটনার জেরে কথাকাটি হয়। একপর্যায়ে ইব্রাহিমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে বড়ভাই সবুজ ও তার স্ত্রী। বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী নাসিমা আক্তার বলেন, আমার স্বামীকে লাঠি দিয়ে মাথায় আঘাত করায় তার মৃত্যু হয়। তার চিৎকার শুনে বাঁচাতে গেলে ভাসুর সবুজ আমাকেও মারধর করেন। সবুজের বোনেরা মামলা দিতে বাধা দিচ্ছে, কোথাও যেতে দিচ্ছেনা।
সোনাগাজী মডেল থানার ওসি সুদীপ রায় বলেন, ইব্রাহীম খলিল মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের স্ত্রীকে থানায় নিয়েছে। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক রয়েছে। এ ঘটনায় বৃহষ্পতিবার সন্ধা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।