সোনাগাজী প্রতিনিধি: সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নে সকল পাকা সড়কে স্কুলের সামনে স্প্রিড(গতিরোধক) ব্রেকার স্থাপনের উদ্বোধন করেন চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু্।
বৃহস্পতিবার দুপুরে দাসের হাট অার অার উচ্চ বিদ্যালয়ের সামনে কারামতিয়া সড়কের উপর স্প্রিড(গতিরোধক) ব্রেকার স্থাপনের উদ্বোধন কালে অারো উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম সারোয়ার দুলাল প্রমুখ।
চেয়ারম্যান ভুট্টু্ জানান, দুর্ঘটনা রোধে পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনের সড়কে গতিরোধক নির্মান করা হবে।