‘নতুন প্রজন্মের মাঝে ড. সেলিম আল দীন চর্চা বাড়াতে হবে’

সোনাগাজী প্রতিনিধি:
ফেনীতে নাট্যাচার্য ড. সেলিম আল দীন এর ৭২ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি, বৃক্ষরোপন ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সেলিম আল দীন চর্চা কেন্দ্র ফেনী উদ্যোগে বুধবার (১৮ আগস্ট) বিকেলে বৈরী আবহওয়ার মধ্যেও ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামে সেলিম আল দীন এর পৈত্রিক বাড়িতে তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
সংগঠনের সহ-সভাপতি আসাদুজ্জামান দারা’র সভাপতিত্বে সংক্ষিপ্ত পরিসরে স্মৃতিচারণ করেন সেলিম আল দীন এর ছোট ভাই বোরহান উদ্দিন, স্থানীয় চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো। সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক শামীমের সঞ্চালনায় সেলিম আল দীনের জীবনচিত্র তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজিব সারওয়ার। সংগঠনের দপ্তর সম্পাদক সুরঞ্জিত নাগ এসময় নাট্যাচার্যের দেশমাতৃকাকে নিয়ে একটি বিশেষ উদ্ধৃতি পাঠ করেন।
এসময় সংগঠনের যুগ্ন সাধারণ সম্পাদক দিদারুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর মাসুদ, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন রাজু, সহ সাংস্কৃতিক সম্পাদক তাহমিনা তোফা সীমা, সেলিম আল দীন চর্চা কেন্দ্র সোনাগাজী উপজেলা কমিটির আহবায়ক আবদুর রহমান সুজন, সেলিম আল দীনের সহপাঠী গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু প্রমুখ।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, বাংলা নাটকের গৌড়জন বাংলা নাটকের বরপুত্র উপমহাদেশের শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দীন রবীন্দ্রোত্তরকালে বাংলা নাটকের প্রধান পুরুষ। তাঁর সৃজনশীল শিল্পকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সবাইকে কাজ করতে হবে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, করোনা মহামারিকাল অতিক্রান্ত হলে আরও বৃহৎ পরিসরে জন্মদিন পালনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
শেষে সেলিম আল দীনের স্মৃতিবিজড়িত পুকুর ঘাট সংলগ্ন ছাতিম গাছ তলায় একটি কামিনী ফুলের চারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপনের কর্মসূচী উদ্বোধন করা হয়। পরে বাড়ির আঙ্গিনায় বেশকিছু ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।
এর আগে সেলিম আল দীনের স্মৃতিবিজড়িত কক্ষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মাওলানা সাইফুল ইসলাম।
প্রয়াত সেলিম আল দীন ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আমৃত্যু জাহাঙ্গীরনগর বিশ্ববিদালয়ের নাটক ও নাট্যতত্ত বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৮ সালের ১৪ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বাংলারদর্পণ
Related News

ফেনী পৌরসভার হঠাৎ পদক্ষেপে দিশেহারা গ্যারেজ মালিক ও কর্মচারি
ফেনী: যানজট নিরসন ও সড়ক দখলমুক্ত করতে ফেনী পৌরসভার গৃহিত হঠাৎ পদক্ষেপে দিশেহারা হাসপাতাল রোডেরRead More

সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি শুরু
ফেনী: সমুদ্রস্নাত সোনাগাজী উপজেলার ঐতিহ্যবাহি ও একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় ‘সোনাগাজী মোঃ ছাবের সরকারি পাইলটRead More