সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আড়কাইম গ্রামে কোহিনূর আক্তার বেবী (৪৮) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার দুপুরে আড়কাইম গ্রামের ঈমান আলী ব্যপারী বাড়ীতে এই ঘটনা ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় ঈমান আলী ব্যাপারী বাড়ীর আবুল কালাম ট্রেইলারের স্ত্রী কোহিনূর আক্তার বেবী পাকের ঘরের ভূতুরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে।
নিহতের পরিবারের দাবী গৃহবধূ কোহিনূর আক্তার দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভূগছিলো।
খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম গৃহবধূ আত্মহত্যার ঘটনা নিশ্চিত করেছে।