দাগনভূঞায় মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা-সামগ্রী বিতরণ | বাংলারদর্পণ

সুমন পাটোয়ারী, দাগনভূঞা :
ফেনীর দাগনভূঞায় করোনা পরিস্থিতিতে সংক্রমণ রোধকল্পে জনসাধারণের মাঝে উপজেলা পরিষদের অর্থায়নে তৈরিকৃত মাস্ক ও সুরক্ষা সামগ্রী উপজেলার সর্ব সাধারণের মাঝে বিতরণ করা হয়েছে।

উপজেলা পরিষদের অর্থায়নে বুধবার (১১ আগষ্ট) বিকেলে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকায় এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ গোলাম জাকারিয়া, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিদারুল কবীর রতন, উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার তানিয়া, ভাইস চেয়ারম্যান মোঃ শাহীন মুন্সী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজালা পারভীন রুহি, পৌর মেয়র ওমর ফারুক খান, প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম
প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *