আখাউড়ায় মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের কারাদন্ড | বাংলারদর্পণ

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মায়ের করা অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকালে উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভূ’মি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ সাইফুল ইসলাম এই দন্ড দেন।

সাজাপ্রাপ্ত এই যুবক হলেন পৌরশহরের লালবাজার এলাকার মৃত জামাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৮)। তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে তার মা মনি বেগম মাদকাসক্ত ছেলের বিষয়ে ভ্রাম্যমান আদালতের কাছে লিখিত অভিযোগ দেয়।

জানা যায়, বছরখানেক আগে তার ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে। মাদকের টাকার জন্য সোহেল বাড়িতে অত্যাচার চালাতেন। প্রায় সময়ই ঘরে ভাংচুরসহ দামি জিনিষপত্র অন্যত্র নিয়ে বিক্রি করে দিতেন।

তার অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ট হয়ে উঠে। পরে কোনো উপায় না পেয়ে তিনি উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন।

উপজেলা প্রশাসনের সহকারি কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্টেট মোঃ সাইফুল ইসলাম বলেন, মাদকাসক্ত হয়ে ওই যুবক পরিবার ও বাইরের মানুষের উপর অত্যাচার চালাতেন। তার মা এ বিষয়ে অভিযোগ করেন।

পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোহেল মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করেছেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *