চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর গুজরা উচ্চ বিদ্যালয় নব নির্বাচিত পরিচালনা কমিটির অনুমোদন দিয়েছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। এতে পঞ্চম বারের মত সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রোশাঙ্গীর আলম। সচিব পদাধিকার বলে প্রধান শিক্ষক বাবু মানষ দাশ গুপ্ত।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, প্রতিষ্ঠাতা সদস্য মোঃ আজিম উদ্দিন চৌধুরী, দাতা সদস্য বিজয় কুমার বিশ্বাস, অভিভাবক সদস্য আবদুল জব্বার, মোঃ ইসকান্দর হোসেন চৌধুরী, বলরাম দে, মোঃ হাবিব উল্লাহ্, মেরি বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি মোঃ আবদুর রশিদ, বিপুল কান্তি চৌধুরী, ইলা দাস।,
এদিকে সভাপতি পদে পুনয়ার মোঃ রোশাঙ্গীর আলম নির্বাচিত হওয়ায় রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।