ফেনী প্রতিনিধি :
মা’কে মারধর করায় এক ছেলের বিরুদ্ধে সোনাগাজী থানায় মায়ের অভিযোগ দেয়া হয়েছে ।
ঘটনার বিবরণে জানা যায়, সোনাগাজীর মঙ্গলকান্দি ইউনিয়নের মোখলেছুর রহমান কেরানী বাড়ীর বাসিন্দা মৃত ইব্রাহিমের পুত্র টমটম চালক বেলায়েত হোসেন তার বৃদ্ধ মা হাসিনা খাতুন (৬০) কে ভরণ পোষণ দেয়না, কারণে অকারণে মারধর করে।
৪ এপ্রিল বৃদ্ধ মা ও বড় ভাবী লাকি আক্তার কে মারধর করায় হাসিনা খাতুন বাদী হয়ে বেলায়েত হোসেন বেলাল, তার স্ত্রী শাহানা বেগম, মেয়ে নাজমুন নাহার ও মোঃ মামুনকে বিবাদী করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
হাসিনা বেগম গণমাধ্যম কর্মীদের জানান, ছেলেটা নিয়মিত তাকে মারধর করে । ভরনপোষনের দেয়না । প্রশাসনের কাছে ছেলে বেলায়েত হোসেন বেলালের বিচার দাবি করেন।
ওসি সাজেদুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বেলালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে । বাংলারদর্পণ